সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু বিখ্যাত সূত্র - মনে রাখার সহজ উপায়


সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু বিখ্যাত সূত্র - মনে রাখার সহজ উপায়
"আজ রবিবার" - মার্চ ১০, ২০১৯: [উত্তর: ১৫-২১-৩৩-৪১১-৫২-৬৪-৭৮-৮১০-৯৯-১০৭-১১৬]

কিছুদিন আগে হটাৎ করেই একটা ওয়েবসাইটের খোঁজ পেলাম। টিম সোমার (Tim Sommer) নামের এক ভদ্রলোকের লেখা ব্লগ - Famous Laws of Software Development, অর্থাৎ: সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু বিখ্যাত সূত্র। পড়লাম, তারপর অতি উৎসাহে ফেসবুকে শেয়ার করলাম। কিন্তু দুইদিন পরে ভেবে দেখি একটা সূত্রও মনে নাই। এমন কি সূত্র গুলোর লিস্ট যখন আবার দেখলাম, কোন সূত্র যে কী - সেটাও মনে করতে পারলাম না। ভাবছিলাম মনে রাখার উপায় কী? মুখস্থ করে ফেলবো?

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...