প্রবলেম সলভিং, পাইথন প্রোগ্রামিং, সিস্টেম ডিজাইন আর মেশিন লার্নিং শেখার জন্য (আমার মতে) বেস্ট রিসোর্স

প্রবলেম সলভিং, পাইথন প্রোগ্রামিং, সিস্টেম ডিজাইন আর মেশিন লার্নিং শেখার জন্য (আমার মতে) বেস্ট রিসোর্স 
বুধবার, ১৫ জুন ২০২২



উপরের কোনোটাতেই আমি ভালো না। নতুন করে শিখছি। শিখতে গিয়ে যেইসব রিসোর্স আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেইগুলা শেয়ার করার জন্যই লিখছি। নিজেই জানি না, তাহলে "বেস্ট" বলছি কিভাবে? কারণ রিসোর্স গুলা  পেয়েছি যারা এর মধ্যেই এইগুলা ব্যবহার করে উপকার পেয়েছেন, তাঁদের কাছ থেকে।তাছাড়া গত কয়েকমাসে ঘাটাঘাটি করে অনেক কিছু শিখেছি, শিখছি।   

যেমন প্রথমেই বলি, প্রবলেম সলভিং -এর রিসোর্স -এর ব্যাপারে। এই ব্যাপারে আমি আগে একটা ব্লগ লিখেছিলাম। সেখানে অনেকগুলো রিসোর্সের লিংক দিয়েছিলাম। কিন্তু এখন যেই রিসোর্স পেয়েছি, সেটা বেস্ট। আগের গুলার সাথে এইটার কোনো তুলনাই চলে না (ওই ব্লগ পোস্টে এইটার লিংক দিয়ে আপডেট করে দিয়েছি)। NeetCode.io  - এই ওয়েবসাইটটার বয়স ২ বছরও না। এর সাথের YouTube চ্যানেল এরমধ্যেই প্রায় ১৬০, ০০০ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে। আমি সিওর কিছুদিনের মধ্যেই মিলিয়ন ছাড়িয়ে যাবে। কেন এতো ভালো? উপরের ভিডিওতে আমি তা আলাপ করেছি, দেখে নিতে পারেন।  

পাইথনের অ্যাডভান্স ফীচার, পাইথন দিয়ে ডিজাইন প্যাটার্ন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার জন্য ArjanCodes এই YouTube চ্যানেল বেস্ট। ভদ্রলোক প্রত্যেকটা টপিক কোড করে করে, টু-দা-পয়েন্ট বুঝিয়ে দেয়। মজাও করে মাঝে মাঝে। 

সিস্টেম ডিজাইন নিয়ে আমার বরাবরই দুর্বলতা। Alex Xu -র বইগুলা কিনেছি পড়বো বলে। কিন্তু সময় করতে পারি না। উনার সাপ্তাহিক নিউজলেটার, যেখানে যেকোনো একটা টপিকের উপর খুব সুন্দর করে ১ পৃষ্ঠায় ছবি দিয়ে ব্যাখ্যা করা থাকে - বেশ কাজের। গতকালকে ভদ্রলোক ঘোষণা দিলেন যে উনি YouTube চ্যানেল খুলছেন, যেখানে ওই টপিক গুলার উপর ভিডিও বানাবেন। এক দিনেই ২৩,০০০-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে।  আমিও সাবস্ক্রাইব করেছি। 

অনেকদিন ধরেই মেশিন লার্নিং শিখবো বলে চিন্তা করেছি। মাঝে মাঝে কিছু ব্লগ, বইয়ের চ্যাপ্টার এমনকি কোর্স শুরু করেও শেষ করি নাই। সব সময়ই মনে হয়েছে আমার স্ট্যাটিসটিক্স আর ম্যাথের বেসিক (যেমন ক্যালকুলাস) ভালো জানা নাই  - আমারে দিয়ে হবে না। YouTube -এ StatQuest এই চ্যানেলে ভিডিও গুলা দেখে ইদানিং সেই ভয়টা কিছু কাটছে। জোশ স্টারমার নামের এই লোক একদম বেসিক থেকে শুরু করে, ধাপে ধাপে মেশিন লার্নিং শেখায়। ভদ্রলোক নিজে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা এট চ্যাপেল হিল ইউনিভার্সিটির জেনেটিক্স -এর পিএইচডি স্টুডেন্ট অবস্থায় ভিডিও বানানো শুরু করেছিল। সাবজেক্টের উপর যে অসম্ভব দখল আছে, ভিডিও দেখলেই বুঝা যায়। আমার মতে বেস্ট রিসোর্স! ভিডিও গুলা দেখার জন্য ভিডিও ইনডেক্স আছে (অর্থাৎ কোন ভিডিও দেখার পর কোনটা দেখা উচিত -সেটার রোডম্যাপ)। আরেকটা বই আছে,  The StatQuest Illustrated Guide to Machine Learning (PDF) - অনেকটা কমিক্স টাইপ বই, চমৎকার। কারো কেনার সুযোগ থাকলে কেনা উচিত। 

আপনাদের কারো এইরকম (বা এর থেকেও ভালো) কোনো রিসোর্স জানা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ থাকলো।ধন্যবাদ!


VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...