জানুয়ারী ২৩, শুক্রবার, ২০১৫।
আজকের লেখায় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেইসব পলিসি, টুল, মেথড বা প্রসেস এখন পর্যন্ত ব্যবহার হতে দেখলাম, তা নিয়ে লিখবো। আমার কাজের অভিজ্ঞতা মাত্র ৬ মাসের। এখনো অনেক কিছুই শেখার বা জানার বাকি। আর একেক কোম্পানি নিশ্চই একেক ধরনের টুল ব্যবহার করে। কাজেই এই লেখায় অনেক কিছুই বাদ যাবে - সেটা মাথায় রেখেই পড়তে হবে।