গুগল টেস্ট অটোমেশন কনফারেন্স ২০১৬, নভেম্বর ১৫-১৬, সানিভেল, ক্যালিফর্নিয়া - দ্বিতীয় পর্ব

গুগল টেস্ট অটোমেশন কনফারেন্স ২০১৬, নভেম্বর ১৫-১৬, সানিভেল, ক্যালিফর্নিয়া -  দ্বিতীয় পর্ব
সোমবার, ডিসেম্বর ৫, ২০১৬

আমার আগের লেখায় কনফারেন্সের সেটআপ নিয়ে লিখেছিলাম। আজকে লিখবো কনফারেন্সে দেয়া বিভিন্ন লেকচার বা টকের উপর। এই লেখায় আমি প্রত্যেকটা লেকচারের রেফারেন্স লিংক দিয়ে দিবো। লিংকে ক্লিক করলেই ইউটুবে লেকচার গুলো শুরু হবে। সবচেয়ে ভালো হবে যদি কেউ লেকচার গুলো ইউটুবে নিজেই শুনে নেন।

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...