লাঞ্চ এন্ড লার্ন - জাভা ৯

লাঞ্চ এন্ড লার্ন - জাভা ৯
নভেম্বর ১০, শুক্রবার, ২০১৭

আমেরিকাতে আমার কাজের অভিজ্ঞতার মধ্যে এই একটা জিনিস আমার খুব প্রিয় - লাঞ্চ এন্ড লার্ন। কোম্পানির খরচে দুপুরে খাবার বা লাঞ্চের আয়োজন করা হবে (সাধারণত পিৎজা আর সফ্ট ডিংক্স) আর তাতে কোনো একটা টপিক নিয়ে কেউ একজন একটা টক্ বা প্রেজেন্টেশন দিবে। উদ্দেশ্য হচ্ছে বাকিরা বক্তার কাছ থেকে নতুন কিছু একটা শিখবেন। তেমনই একটা লাঞ্চ এন্ড লার্নে জাভা ৯ সম্পর্কে নতুন কিছু জিনিস জানলাম, আর তা শেয়ার করার জন্যই লিখছি।

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...