আমেরিকায় (বা দেশের বাইরে) পড়তে আসার সময় সাথে যা নিয়ে আসা উচিত।

আমেরিকায় (বা দেশের বাইরে) পড়তে আসার সময় সাথে যা নিয়ে আসা উচিত।
(মার্চ ২৭, ২০১৬, রবিবার)

মার্চ - এপ্রিল এই সময়টা দেশের বাইরে, বিশেষ করে আমেরিকায় পড়তে আসতে চাওয়া অনেকেরই একটা মিশ্র অনুভুতির সময়।  কারো ফান্ডিং সহ এডমিশন হওয়ার খবরে খুশিতে ফেটে পরার অবস্থা, আবার কারো ফান্ড হয়নি কিন্তু এডমিশন হওয়ার খবরে না খুশি, না বেজার অবস্থা। কেউ কেউ হয়তো আবার GRE দিয়ে পরের বার চেষ্টা করার কথা ভেবে মন খারাপ করছে । কিন্তু আসল কথা হচ্ছে, উপরের সবাই সাহস করে বাইরে পড়তে আসার চেষ্টাটা শুরু করেছে। এবং এক সময় না এক সময় ঠিকই হয়ে যাবে।

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...