টেকনিকাল ইন্টারভিউর জন্য প্রিপারেশন যেভাবে নিতে পারেন
(মার্চ ৩১,২০১৫। বৃহস্পতিবার)
আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে যারা আমেরিকায় বা দেশের বাইরে পড়ছে, তারা সামার ইন্টার্নশীপ করার জন্য বা ফুল-টাইম চাকরির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নেয়ার কথা চিন্তা করে। কিন্তু শুরুটা কিভাবে করতে হবে, কোথায়-কীভাবে এপলাই করতে হবে - এ নিয়ে টেনশনের শেষ নাই। টেনশনের ঠেলায় শেষমেষ শুরুটাই ঠিক মত করা হয় না। তাদের জন্যই আজকের লেখা।সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি। অন্য লেখার মত এখানেও বলে নেই, আমি কোনো এক্সপার্ট না, আমার লেখায় প্রচুর ভুল বা তথ্য ঘাটতি থাকতে পারে,তাই নিজ দায়িত্বে পড়ে নেবেন!