টেকনিকাল ইন্টারভিউর জন্য প্রিপারেশন যেভাবে নিতে পারেন


টেকনিকাল ইন্টারভিউর জন্য প্রিপারেশন যেভাবে নিতে পারেন
(মার্চ ৩১,২০১৫। বৃহস্পতিবার)


আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে যারা আমেরিকায় বা দেশের বাইরে পড়ছে, তারা সামার ইন্টার্নশীপ করার জন্য বা ফুল-টাইম চাকরির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নেয়ার কথা চিন্তা করে। কিন্তু শুরুটা কিভাবে করতে হবে, কোথায়-কীভাবে এপলাই করতে হবে - এ নিয়ে টেনশনের শেষ নাই।  টেনশনের ঠেলায় শেষমেষ শুরুটাই ঠিক মত করা হয় না।  তাদের জন্যই আজকের লেখা।সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি। অন্য লেখার মত এখানেও বলে নেই, আমি কোনো এক্সপার্ট না, আমার লেখায় প্রচুর ভুল বা তথ্য ঘাটতি থাকতে পারে,তাই নিজ দায়িত্বে পড়ে নেবেন!

“আচ্ছা বল তো: একটা নিয়ম আছে যে, equals মেথড ওভাররাইড করলেই সাধারনত* hashCode মেথডও ওভাররাইড করতে হয় - এটা কেন?”


(মার্চ ৪, বুধবার, ২০১৫)

Sabre (উচ্চারণ যদিও সেবার) বেশ নাম করা কোম্পানি। ওরা খুব গর্ব করে প্রায়-ই বলে যে আমরা ওদের নাম না শুনলেও ওদের সফটওয়্যার নাকি (যদি একবারের জন্যও  প্লেনে করে কোথাও গিয়ে থাকি) -  আমরা ব্যবহার করেছি-ই।  সম্ভবত কথাটা ঠিকই। এয়ারলাইন ইন্ডাস্ট্রি’র মোটামুটি একচেটিয়া ব্যবসা এই কোম্পানির। ফ্লাইট শিডিউল (আমরিকাতে যদিও এরা স্কেজিউল উচ্চারণ করে!) করার সফটওয়্যার এদের। আর প্রায় সব এয়ারলাইন কোম্পানি এদের ক্লায়েন্ট। আমরিকাতে বেশ নাম করা Travelocity ওয়েবসাইট  আর এখনকার বেশ জনপ্রিয় ট্রাভেল মোবাইল আপ TripCase এদেরই।

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...