“আমাজন ক্লাউড কি আমাদের ইউযার বা ব্যবহারকারীর লোড সামলাতে পারবে?" - পর্ব ১
(এপ্রিল ২৭, ২০১৫, সোমবার)
আজকের লেখায় আপনাদেরকে JMeter টুলের সাথে পরিচয় করিয়ে দেব। JMeter একটা ফ্রি, ওপেন সোর্স লোড টেস্ট টুল। আমার ধারণা যত দিন যাবে, ততই এই টুলের চাহিদা বাড়তেই থাকবে। আমার এই ধারণার কারণ লেখাতেই ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমার ইচ্ছা, আজকের ব্লগ পোস্টটা অনেকটা টিউটোরিয়াল টাইপ করে লেখা, যাতে পরে যদি কেউ এই টুল ব্যবহার করে তাহলে যেন এই লেখা থেকেই বিভিন্ন সমস্যার সমাধান পায়।