সিস্টেম ডিজাইনের উপর সম্ভাব্য ইন্টারভিউ প্রশ্নের জন্য যেভাবে প্রিপারেশন নিতে পারেন
১৪ এপ্রিল, শুক্রবার, ২০১৭
সাইফুল ভাই লোকটা খুবই মজার, হাসিখুশি আর হেল্পফুল। বুয়েট থেকে পাস্ করে পরে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস (UTD) থেকে পিএইচডি শেষ করে এখন গুগলে কাজ করছেন। প্রথমে মাইক্রোসফটে কাজ করতেন। সেখানে থাকতেই অন্য বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন। ফেসবুক, আমাজন, গুগল সব জায়গা থেকেই অফার পেয়ে শেষমেশ গুগলে জয়েন করেছেন!! এই সাইফুল ভাইয়ের কাছ থেকেই প্রথম ইন্টারভিউ প্রিপারেশনের উপর InterviewBit নামের এই ওয়েবসাইটের কথা জানতে পারি।
উনি বলছিলেন যে তাঁর অভিজ্ঞতায় ইন্টারভিউতে শুধু প্রোগ্রামিংয়ের উপর না, সিস্টেম ডিজাইনের উপরও প্রশ্ন আসে। বিশেষ করে আমাজনে নাকি এইটা একটা কমন বিষয়। আর InterviewBit এই ওয়েবসাইটে প্রোগ্র্যামিং-এর প্রশ্নের পাশাপাশি সিস্টেম ডিজাইনের উপরও আলোচনা আছে। সেখান থেকেই কিছু নতুন জিনিস শিখে নোট করে রাখা, আর অন্যদের জানানোর জন্যই আজকে লিখছি। আরো কিছু খুব ভালো রিসোর্সের নামও জানাবো।
বলে রাখি, টেকনিক্যাল ইন্টারভিউয়ের প্রিপারেশনের উপর আমার আগের এক ব্লগ পোস্টে বেশ কিছু ম্যাটেরিয়াল দিয়ে রেখেছি। চাইলে দেখে নিতে পারেন।
১৪ এপ্রিল, শুক্রবার, ২০১৭
সাইফুল ভাই লোকটা খুবই মজার, হাসিখুশি আর হেল্পফুল। বুয়েট থেকে পাস্ করে পরে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস (UTD) থেকে পিএইচডি শেষ করে এখন গুগলে কাজ করছেন। প্রথমে মাইক্রোসফটে কাজ করতেন। সেখানে থাকতেই অন্য বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন। ফেসবুক, আমাজন, গুগল সব জায়গা থেকেই অফার পেয়ে শেষমেশ গুগলে জয়েন করেছেন!! এই সাইফুল ভাইয়ের কাছ থেকেই প্রথম ইন্টারভিউ প্রিপারেশনের উপর InterviewBit নামের এই ওয়েবসাইটের কথা জানতে পারি।
উনি বলছিলেন যে তাঁর অভিজ্ঞতায় ইন্টারভিউতে শুধু প্রোগ্রামিংয়ের উপর না, সিস্টেম ডিজাইনের উপরও প্রশ্ন আসে। বিশেষ করে আমাজনে নাকি এইটা একটা কমন বিষয়। আর InterviewBit এই ওয়েবসাইটে প্রোগ্র্যামিং-এর প্রশ্নের পাশাপাশি সিস্টেম ডিজাইনের উপরও আলোচনা আছে। সেখান থেকেই কিছু নতুন জিনিস শিখে নোট করে রাখা, আর অন্যদের জানানোর জন্যই আজকে লিখছি। আরো কিছু খুব ভালো রিসোর্সের নামও জানাবো।
বলে রাখি, টেকনিক্যাল ইন্টারভিউয়ের প্রিপারেশনের উপর আমার আগের এক ব্লগ পোস্টে বেশ কিছু ম্যাটেরিয়াল দিয়ে রেখেছি। চাইলে দেখে নিতে পারেন।