ডাটাবেস: ইনডেক্সিং নিয়ে কিছু কথা
২৭ মার্চ ২০১৮, মঙ্গলবার
আমার এই ব্লগের একটা মূল উদ্দেশ্য হচ্ছে কাজ করতে গিয়ে শেখা নতুন কোনো টুল, টেকনিক বা আইডিয়া সবার সাথে শেয়ার করা। আরেকটা উদেশ্য হচ্ছে নিজের জন্য নোট করে রাখা, যাতে ভবিষ্যতে দরকারের সময় খুঁজে পেতে সুবিধা হয়, কাজে লাগে। লেখা পড়ে এ ব্যাপারে আমাকে এক্সপার্ট ভাবা সম্পূর্ণ ভুল হবে, আমি এখনো শিখছি আর ব্লগের লেখায় ভুল থাকতেই পারে। কেউ ভুল পেলে ধরিয়ে দিলে খুশি হবো।
কয়েকদিন আগে ডাটাবেসে ইনডেক্সিং করতে হলো প্রথমবারের মতো। ইনডেক্সিং কী জিনিস সেটা আমার মোটামুটি আগেই জানা ছিল। যেটা জানা ছিল না, বা ঐভাবে ভেবে দেখি নাই, তা হলো, ডাটাবেসে ইনডেক্সিং করা হয় কোনো একটা টেবিলের কলামে। পুরো টেবিলের উপর না!
২৭ মার্চ ২০১৮, মঙ্গলবার
আমার এই ব্লগের একটা মূল উদ্দেশ্য হচ্ছে কাজ করতে গিয়ে শেখা নতুন কোনো টুল, টেকনিক বা আইডিয়া সবার সাথে শেয়ার করা। আরেকটা উদেশ্য হচ্ছে নিজের জন্য নোট করে রাখা, যাতে ভবিষ্যতে দরকারের সময় খুঁজে পেতে সুবিধা হয়, কাজে লাগে। লেখা পড়ে এ ব্যাপারে আমাকে এক্সপার্ট ভাবা সম্পূর্ণ ভুল হবে, আমি এখনো শিখছি আর ব্লগের লেখায় ভুল থাকতেই পারে। কেউ ভুল পেলে ধরিয়ে দিলে খুশি হবো।
কয়েকদিন আগে ডাটাবেসে ইনডেক্সিং করতে হলো প্রথমবারের মতো। ইনডেক্সিং কী জিনিস সেটা আমার মোটামুটি আগেই জানা ছিল। যেটা জানা ছিল না, বা ঐভাবে ভেবে দেখি নাই, তা হলো, ডাটাবেসে ইনডেক্সিং করা হয় কোনো একটা টেবিলের কলামে। পুরো টেবিলের উপর না!