এপ্রিল ১৮, বুধবার, ২০১৮
আজকে কোড ডেভেলপমেন্ট আর ডেপ্লয়মেন্টে প্রসেসের উপর লিখবো। যথারীতি কাজ করতে গিয়ে (ঠেকে) শেখা একটা বিষয় নিয়েই লিখছি। ব্যাপারটা বুঝতে হলে একটু মাথা খাটাতে হবে। জটিল কিছু না, কিন্তু কয়েকটা বিষয় একসাথে মাথায় রাখতে হবে বলেই 'মাথা খাটাতে' হবে বলে সাবধান করে দিচ্ছি। এক কাপ চা / কফি নিয়ে বসতে পারেন।