জাভা ডেভেলপারের চোখে পাইথন: তফাৎ, নতুন বৈশিষ্ট বা ফিচার - ১

জাভা ডেভেলপারের চোখে পাইথন: তফাৎ, নতুন বৈশিষ্ট বা ফিচার - ১
৩১ অগাস্ট, ২০১৮, শুক্রবার

সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে প্রায় ৩ সপ্তাহ হলো পেন স্টেট ইউনিভার্সিটি, এবিংটন (Penn State University at Abigton)  -এ শিক্ষক হিসেবে জয়েন করেছি। পড়াচ্ছি পাইথনের উপর ২ টি আন্ডারগ্রেড কোর্স। একটা একদম বেসিক কোর্স, আরেকটা একটু এডভান্স লেভেলের কোর্স - পাইথন দিয়ে ডাটা স্ট্রাকচার। পড়াচ্ছি বলতে আক্ষরিক অর্থেই শিখে শিখে পড়াচ্ছি। আমি সবসময়ই জাভা তে কোড করেছি - একটু আধটু সি কিংবা সি# -এ কাজ করলেও মূলতঃ জাভাতেই কাজ করেছি। আর তাই, নতুন করে শিখতে গিয়ে পাইথনের নতুন ফিচার বা জাভা থেকে আলাদা যেসব বৈশিষ্ট চোখে পড়ছে - তাই নোট করে রাখার উদ্দেশ্যেই আজকের লেখা, হয়তো কারো উপকারে আসবে। এখন পর্যন্ত যা চোখে পড়েছে তাই লিখছি, পরে আরো কিছু শিখলে/দেখলে লিখে রাখবো।

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...