Git ব্রাঞ্চ মডেল

Git ব্রাঞ্চ মডেল
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮


আমার ক্লাসে ছাত্রছাত্রীরা Python প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট করছে। IDE হিসাবে PyCharm ব্যবহার করছে।  প্রজেক্টের মার্কিং বা ইভালুয়েশন-এর একটা নির্ণায়ক হিসাবে (Criteria -র বাংলা ভেবে না পেয়ে Google ট্রান্সলেট -এ খুঁজে দেখি এই অনুবাদ দেখাচ্ছে, খারাপ না!) তাদেরকে বলেছিলাম যে তাদের কোড কোনো এক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেমে হোস্ট করতে হবে। উদাহরণ হিসাবে GitHub কিংবা Google Code ব্যবহার করতে বলেছিলাম। প্রজেক্টের প্রথম ইটারেশন প্রেসেন্টেশনের দিন দেখা গেলো ৬ টা টিমের মধ্যে শুধু একটা টীম তা করতে পেরেছে, বাকিরা নাকি অনেক চেষ্টা করেও GitHub -এ কোড হোস্ট করতে পারে নাই। একটা টীম তো বলেই বসলো যে খুব ভালো হয় তাদেরকে এই GitHub -এ কিভাবে কোড হোস্ট করতে হয় তার উপর যদি একটা টিউটোরিয়াল করাই!

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...