পাইথন চিট শিট: জাভা ডেভেলপারের চোখে পাইথন: তফাৎ, নতুন বৈশিষ্ট বা ফিচার - ২

পাইথন চিট শিট: জাভা ডেভেলপারের চোখে পাইথন: তফাৎ, নতুন বৈশিষ্ট বা ফিচার - ২
১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০১৮


আমেরিকায় ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন কোর্স ফাইনালে বৈধ উপায়ে নকল করার একটা খুব ভালো ব্যবস্থা আছে - চিট শিট (Cheat Sheet) । সাধারণত A4 সাইজের একটা সাদা কাগজে (প্রিন্টার পেপার) দুই পাশেই হাতে লিখে যত ইচ্ছা নোট করে আনা যায়। সব কোর্সে অবশ্য এটা সম্ভব না।  এটা কোর্সের প্রফেসরের উপর নির্ভর করে। কিছু কিছু ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রঙের পেন্সিলে কুটি কুটি অক্ষরে পারলে পুরো বই লিখে নিয়ে আসে।  প্রথমে শুনতে অবাক আর অবিশ্বাস্য লাগলেও একটু ভেবে দেখলে কিন্তু এই চিট শিটের উপকারিতা আর প্রয়োজনীয়তা বোঝা যায়।  ভেবে দেখুন, একটা কোর্সের সব ফর্মুলা, সূত্র কিংবা ডেফিনিশন মুখস্ত করে মাথা ভরিয়ে তুলে তো আসলে লাভ নেই, ফর্মুলা বা সূত্র ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারাটাই আসল, তাই না? তাছাড়া, এই চিট শিট লিখতে গিয়ে ছাত্র-ছাত্রীরা যে পরিমান পড়াশুনা করবে, তাতে কোর্সের একটা খুব ভালো রিভিউ হয়ে যায় আর ভবিষ্যতেও এই চিট শিট একটা ভালো রেফারেন্স হিসাবে থাকতে পারে।

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...