কম্পোসিট ডিসাইন প্যাটার্ন (Composite Design Pattern)
১০ মে শুক্রবার, ২০১৯
সফটওয়্যার ডিসাইন প্যাটার্নের উপর একটা কোর্স পড়াবো এই অগাস্টে। কোনোকিছু পড়াতে গেলেই বোধহয় ভালোভাবে শেখা হয়। নতুন করে আবার শিখছি বলেই আসলে আজকে লিখতে বসেছি। Coursera -তে ডিসাইন প্যাটার্নের উপরে একটা কোর্স আছে, কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা-র প্রফেসর Kenny Wong -এর কোর্স। বেশ ভালো একটা কোর্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোর্সটা উনি নিজে পড়াচ্ছেন না! এক অভিনেত্রীকে দিয়ে পড়াচ্ছেন! অভিনেত্রী তার সুন্দর উচ্চারণ, বাচনভঙ্গি দিয়ে ভালোই প্রক্সি দিয়ে পড়িয়ে যাচ্ছেন!
যাই হোক, কম্পোসিট ডিসাইন প্যাটার্নের আজকের লেখাটা এই কোর্স থেকেই নেয়া। আমি শুধু আমার নিজের মতো করে লিখে রাখছি নোট করে রাখার জন্যই। ভুলভ্রান্তি থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ থাকলো।