ICSE 2019 - ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মন্ট্রিয়েল, ক্যানাডা

ICSE 2019  - ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মন্ট্রিয়েল, ক্যানাডা
জুন ৩, সোমবার, ২০১৯।


এ বছর ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (International Conference on Software Engineering সংক্ষেপে ICSE  - উচ্চারণ 'ইকসি ') -র ৪১তম আসর অনুষ্ঠিত হলো ক্যানাডার মন্ট্রিয়াল শহরে। শিক্ষক হিসাবে এই প্রথম গেলাম। আগে পিএইচডি ছাত্র হিসাবে প্রফেসরের সাথে একটা ছোট পেপার আর পোস্টার প্রেসেন্ট করতে ২০১০ -এ গিয়েছিলাম সাউথ আফ্রিকার কেপ টাউন শহরে। এইবার শুধু এটেন্ড করতে গিয়েছি, কোনো পেপার বা পোস্টার প্রেসেন্ট করতে না। সাথে প্রফেসরও নাই, সেইজন্যই বোধহয় খুব হালকা মেজাজে ছিলাম। খুব ভালো লেগেছে। নতুন অনেক কিছু শিখলাম, নেটওয়ার্কিং হলো - আর এইসব কিছু ব্যাপার শেয়ার করার জন্যই লিখছি।

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...