কোনো কিছু ইন্স্টল্ না করে পাইথনে সহজে পাই-চার্ট বানানোর উপায়

কোনো কিছু ইন্স্টল্ না করে পাইথনে সহজে পাই-চার্ট বানানোর উপায় 
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

রাজ্যের কাজ জমে আছে। তাও ব্লগ লিখতে বসেছি। একটা পেপার লেখার কাজ শেষ করতে হবে। পেপারে দুইটা পাই চার্টের ছবি দিতে হবে। ভাবছিলাম Microsoft Excel -এ ডাটা বসিয়ে পাই-চার্ট বানিয়ে ফেলি। কিন্তু পরে ভাবলাম, নাহ, পাইথন দিয়েই পাই-চার্ট বানাবো। এর আগে আরেকটা পেপারে পাইথন দিয়ে বেশ কয়েকটা গ্রাফ বানিয়ে ব্যবহার করেছিলাম। দেখতে বেশ ভালো হয়েছিল গ্রাফ গুলো। তাই-ই সময় লাগবে জেনেও সাহস করে বসলাম। কিছুক্ষন ইন্টারনেট ঘেঁটে Google Colab -এ চার্ট গুলো বানালাম। পুরো কাজটা করার জন্য কম্পিউটারে কিছুই ইনস্টল করা লাগে না। কারণ Google Colab -এ পাইথন সহ matplotlib লাইব্রেরি ইন্স্টল্ করাই আছে। 


টার্গেট পাই চার্ট 

কোড খুব বেশি না। নিচে পুরো কোডটি দিয়ে দিলাম।  

import matplotlib.pyplot as plt

bug_types = ['User Interface (UI)', 'Functional', 'Security', 'Performance']
bug_count = [17, 20, 3, 1]

colors = ['tab:green', 'tab:blue', 'tab:orange', 'tab:red']

plt.pie(bug_count,
labels=bug_types,
autopct='%.2f%%',
pctdistance=0.6,
colors=colors)
plt.axis('equal')
plt.show()

আর কোডের ব্যাখ্যা পাওয়া যাবে, ইউটুবে'র নিচের ভিডিওতে। ভিডিওর ডেস্ক্রিপশনে আমার কাজে লেগেছে এমন কিছু ব্লগের লিংক দেয়া আছে। আশাকরি কারো উপকারে আসবে। 
ধন্যবাদ!
 


 

 
 

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...