সিঙ্গেলটন ডিজাইনপ্যাটার্ন - Singleton Design Pattern
৩০ ডিসেম্বর, ২০১৪, মঙ্গলবার।
আমার মনে হয়, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন সবচেয়ে বেশি পরিচিত প্যাটার্ন। আমরা অন্য কোনো ডিজাইন প্যাটার্ন না জানলেও, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে কম-বেশি সবাই জানি। তাই, আজকের পোস্ট খুব বেশি বড় করবো না।
প্রথম প্রশ্ন: সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কোন সমস্যার সমাধান করে, কখনই বা ব্যবহার করতে হয় ?