ভার্সন কন্ট্রোল সিস্টেম।
জুন ২৬, শুক্রবার ২০১৫।
আমরা দুই বন্ধু, তাঈন আর আমি ফোর্থ ইয়ার-এ শেষের দিকে ঠিক করলাম থিসিস করবো না, প্রজেক্ট করবো। শ্রদ্ধেয় লুত্ফর রহমান স্যার আমাদের সুপারভাইসর। বললেন উনার এক পরিচিতের পেট্রল পাম্পের ব্যবসার জন্য সফটওয়্যার দরকার। আমরা চাইলে করতে পারি। আমাদের কোনোই অভিজ্ঞতা নাই, তাও সাহস করে রাজি হয়ে গেলাম। রংপুর শহরে গিয়ে গিয়ে ওই ভদ্রলোকের ব্যবসা দেখে, কর্মচারীদের সাথে কথা বলে আর ব্যবসার কাগজ-পত্র ঘেটেঘুটে আমরা রিকোয়ারমেন্ট এনালিসিস তৈরী করলাম। তখন মাইক্রোসফট -এর .NET প্লাটফর্ম মাত্র পরিচিতি পাওয়া শুরু করেছে। আমরা ঠিক করলাম C# আর MS-SQL দিয়েই একটা ডেস্কটপ এপ্লিকেশন বানাবো। এখানে বলে নেই, শুরুর দিকে আমাদের ব্যাচের খালেদ আর সায়ীদ আমাদের হেল্প করেছিল।