অগাস্ট ৩১, বুধবার, ২০১৬
আগের এক লেখায় বলেছিলাম Seleniam IDE ব্যবহার করার পর ইচ্ছা আছে Selenium WebDriver নিয়ে টেস্ট অটোমেশনের কাজ করবো। কিছুটা কাজ এর মধ্যে করেছি, আর তা করতে গিয়ে Selenium WebDriver নিয়ে যতটা না মুগ্ধ হয়েছি, তার থেকে বেশি হয়েছি প্রজেক্টে ব্যবহৃত ডিজাইন প্যাটার্ন নিয়ে।