গুগল টেস্ট অটোমেশন কনফারেন্স ২০১৬, নভেম্বর ১৫-১৬, সানিভেল, ক্যালিফর্নিয়া - প্রথম পর্ব
শুক্রবার, নভেম্বর ১৮, ২০১৬
গুগল টেস্ট অটোমেশন কনফারেন্স (GTAC) -এর কথা আমি সম্ভবতঃ ২-৩ বছর আগে প্রথম শুনি। ওদের টেস্টিং ব্লগে সাবস্ক্রাইব করার সুবাদে এইবার কনফারেন্সের খবর বেশ আগেই পেয়েছিলাম। এবছর জুন মাসে ওরা অংশগ্রহণে আগ্রহীদের এপ্লিকেশন অনলাইনে জমা নেয়া শুরু করে। একটা ছোটোখাটো রচনা বা স্টেটমেন্ট -অফ-পারপাস লিখতে হয়েছিল যে আমি কেন অংশগ্রহণ করতে চাই, আর কেনই বা আমাকে তাদের সুযোগ দেয়া উচিত!
শুক্রবার, নভেম্বর ১৮, ২০১৬
গুগল টেস্ট অটোমেশন কনফারেন্স (GTAC) -এর কথা আমি সম্ভবতঃ ২-৩ বছর আগে প্রথম শুনি। ওদের টেস্টিং ব্লগে সাবস্ক্রাইব করার সুবাদে এইবার কনফারেন্সের খবর বেশ আগেই পেয়েছিলাম। এবছর জুন মাসে ওরা অংশগ্রহণে আগ্রহীদের এপ্লিকেশন অনলাইনে জমা নেয়া শুরু করে। একটা ছোটোখাটো রচনা বা স্টেটমেন্ট -অফ-পারপাস লিখতে হয়েছিল যে আমি কেন অংশগ্রহণ করতে চাই, আর কেনই বা আমাকে তাদের সুযোগ দেয়া উচিত!