জাভা ৮ - ল্যামডা এক্সপ্রেশন / ফাংশনাল প্রোগ্রামিং

জাভা ৮ - ল্যামডা এক্সপ্রেশন / ফাংশনাল প্রোগ্রামিং
১৭ মার্চ, ২০১৭, শুক্রবার

জাভা ৮ -এ ল্যামডা এক্সপ্রেশন ব্যবহার করা যায় শুনেছিলাম, তবে ল্যামডা এক্সপ্রেশন কিংবা ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানি না। কয়েকটা টিউটরিয়াল শুরু করেও সুবিধা হয় নাই। 

জাভা ম্যাগাজিনের নভেম্বর-ডিসেম্বর ২০১৬ সংখ্যায় "Implementing Design Patterns with Lambdas" নামের একটা আর্টিকেল বের হয়েছিল। মূলতঃ জাভাতে কিভাবে জনপ্রিয় ডিজাইন প্যাটার্ন গুলো সহজে ইমপ্লিমেন্ট করা যায়, তার উপর একটা টিউটোরিয়াল। তবে Lambda Expression জানা না থাকার কারণে পুরো আর্টিকেল/টিউটোরিয়ালটাই  মাথার উপর দিয়ে গিয়েছিলো।    

আশার কথা হচ্ছে, জাভা ৮ -এ Lambda Expression-এর উপর কৌশিক শ্রিনিভাস নামের এই লোকটার ভিডিও টিউটরিয়াল গুলো খুব কাজের মনে হচ্ছে। দেখে মজা পাচ্ছি, বুঝছিও। পুরোটা শেষ করার আগেই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।  

ওহ, আরেকটা কথা, আমার ব্লগের হিট সংখ্যা বা পড়ার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  এইটা জানানোর লোভটাও সামলাতে পারলাম না :) 

সবাইকে পড়ার জন্য ধন্যবাদ। 

--ইশতিয়াক 


No comments:

Post a Comment

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম

কাজের জায়গায় ভুল থেকে শেখা: regex 'র একটা খুব কমন বিষয় যেটা এতদিন ভুল জানতাম  ৩ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ রেগুলার এক্সপ্রেশন (Regular Exp...